পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer

279
পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer
পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer

পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer : নমস্কার, বন্ধুরা আজকের আলোচ্য বিষয় পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer নিচে দেওয়া হলো। এই পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা – Class 11 Bengali Puimacha থেকে MCQ, SAQ, Description Question and Answer, Notes গুলি আগামী একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

 আপনার যারা পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা – West Bengal WBCHSE Class 11 Bengali Puimacha Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।

বোর্ডডাব্লিউবিসিএইচএসই (WBCHSE)
ক্লাসএকাদশ শ্রেণী (WB Class 11)
বিষয়একাদশ শ্রেণীর বাংলা
পাঠপুঁইমাচা (গল্প)

১. “তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার?” কথাটি বলেছিলেন-

(ক) অন্নপূর্ণা সহায়হরিকে

(খ) সহায়হরি অন্নপূর্ণাকে

(গ) অন্নপূর্ণা ক্ষেন্ডিকে

(ঘ) সহায়হরি ক্ষেন্ডিকে

উত্তরঃ (ক) অন্নপূর্ণা সহায়হরিকে

২. সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল-

(ক) স্ত্রীর ক্রোধের কারণে

(খ) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে

(গ) প্রাকৃতিক দুর্যোগের কারণে

(ঘ) ক্ষেন্তির সন্ধান না পাওয়ায়

উত্তরঃ (খ) স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে

৩. স্ত্রী অন্নপূর্ণার অতিরিক্ত শান্ত কণ্ঠস্বরকে সহায়হরির মনে হয়েছিল-

(ক) তাঁর শারীরিক অসুস্থতার প্রকাশ

(খ) তাঁর কোনো দুশ্চিন্তার প্রকাশ

(গ) তাঁর মনোভাব পরিবর্তনের ইঙ্গিত

(ঘ) ঝড়ের অব্যবহিত আগে আকাশের

উত্তরঃ (ঘ) ঝড়ের অব্যবহিত আগে আকাশের স্থিরভাব

৪. অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে যা বলেছিলেন-

(ক) ন্যাকামি করতে হয় অন্য সময় কোরো

(খ) সংসারে মনোযোগ প্রয়োজন

(গ) ক্ষেন্ডির শ্বশুরবাড়িতে পুজোর উপহার পাঠাতে হবে

(ঘ) বাড়িতে নারকেল তেল নেই

উত্তরঃ (ক) ন্যাকামি করতে হয় অন্য সময় কোরো

৫. সহায়হরি চাটুজ্যে তাঁর স্ত্রীকে যা দিতে বলেছিলেন-

(ক) একটা বড়ো গামলা

(খ) একটা বড়ো বাটি

(গ) একটা কাপপ্লেট

(ঘ) একটা বড়ো বাটি কি ঘটি

উত্তরঃ (ঘ) একটা বড়ো বাটি কি ঘটি

৬. রসের জন্য গাছ কেটেছিল-

(ক) সহায়হরি চাটুজ্যে

(খ) তারক খুড়ো

(গ) কালাময়

(ঘ) কেষ্ট মুযুজ্জে

উত্তরঃ (খ) তারক খুড়ো

৭. সহায়হরি চাটুজ্যের স্ত্রীর নাম –

(ক) অন্নপূর্ণা

(খ) অন্নদ্য

(গ) তারাসুন্দরী

(ঘ) আন্নাকালী

উত্তরঃ (ক) অন্নপূর্ণা

৮. অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল কারণ-

(ক) তাঁরা অস্পৃশ্য ছিল

(খ) তাঁরা ধর্মীয় নিয়মকানুন মানত না

(গ) তাঁদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি

(ঘ) নিম্নবর্ণের মানুষদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল

উত্তরঃ (গ) তাঁদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি

৯. “এই। আমি বলি না জানি কি ব্যাপার। এ কথা বলার সময়ে সহায়হরির কথায়।

(ক) ঔদ্ধত্য

(খ) অহংকার

(গ) তাচ্ছিল্যের ভাব

(ঘ) স্বস্তির ভাব

উত্তরঃ (গ) তাচ্ছিল্যের ভাব

১০. সহায়হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল-

(ক) কালীময় ঠাকুর

(খ) কালীধন ঠাকুর

(গ) বিষ্ণু সরকার

(ঘ) শ্রীমন্ত মজুমদার

উত্তরঃ (ক) কালীময় ঠাকুর

১১. অন্নপূর্ণার কথামতো ক্ষেন্ডির বয়স হয়েছিল-

(ক) বারো বছর

(খ) তেরো বছর

(গ) চোন্দো বছর

(ঘ) পনেরো বছর

উত্তরঃ (ঘ) পনেরো বছর

১২. ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার সময় সহায়হরির লক্ষ ছিল-

(ক) বন্ধুর বাড়ি

(খ) যজমানের বাড়ি

(গ) খিড়কি দুয়ার

(ঘ) দোতলার ঘর

উত্তরঃ (গ) খিড়কি দুয়ার

১৩. খিড়কির দরজার কাছে ক্ষেন্ডির হাতে সহায়হরি দেখেছিল-

(ক) পাটশাক

(খ) পুঁইশাক

(গ) নটেশাক

(ঘ) কুমড়ো

উত্তরঃ (খ) পুঁইশাক 

১৪. ক্ষেন্ডির বোনের হাতে পুঁইপাতায় জড়ানো ছিল-

(ক) কাঁচা আমের টুকরো

(খ) করমচা

(গ) চালতার আচার

(ঘ) চিংড়ি মাছ

উত্তরঃ (ঘ) চিংড়ি মাছ

১৫. ক্ষেন্ডিরা চিংড়ি মাছ কিনেছিল যার কাছ থেকে-

(ক) গয়াবুড়ি

(খ) হাজরাবুড়ি

(গ) পুষ্পা জেলেনি

(ঘ) সাবিত্রী

উত্তরঃ (ক) গয়াবুড়ি

১৬. গয়াবুড়ি ক্ষেন্ডিকে চিংড়ি মাছ দিতে চায়নি কারণ-

(ক) সে চিংড়ি মাছগুলো ঠিকঠাক নিয়ে যেতে পারবে কি না সন্দেহ ছিল

(খ) ক্ষেন্তির চিংড়ি মাছ খাওয়া বারণ ছিল

(গ) তার কাছ থেকে চিংড়ি মাছ নিলে ক্ষেন্ডির বাড়ির লোকেরা ক্ষেন্তিকে বকত

(ঘ) সে ক্ষেন্তির বাবা সহায়হরির কাছে দু-পয়সা পেত

উত্তরঃ (ঘ) সে ক্ষেন্তির বাবা সহায়হরির কাছে দু-পয়সা পেত

১৭. ক্ষেন্তির চেহারা ছিল-

(ক) শীর্ণকায়

(খ) গোলগাল

(গ) খর্বাকৃতি

(ঘ) দোহারা

উত্তরঃ (খ) গোলগাল

১৮. ক্ষেন্তিকে রায় কাকা পুঁইশাক দিয়েছিল-

(ক) মাঠের ধারে

(খ) ঘাটের ধারে

(গ) বাগান বাড়িতে

(ঘ) ঘর বাড়িতে

উত্তরঃ (খ) ঘাটের ধারে

১৯. অন্নপূর্ণা সহায়হরি এবং মেয়েকে একসঙ্গে বলেছিলেন-

(ক) পাথুরে বোকা

(খ) বোকা

(গ) রামবোকা

(ঘ) অলস

উত্তরঃ (ক) পাথুরে বোকা

২০. অন্নপূর্ণার মতে বিয়ে হলে ক্ষেন্তি হত-

(ক) পাকা গিন্নি

(খ) দক্ষ রাঁধুনি

(গ) চার ছেলের মা

(ঘ) শাশুড়ির পছন্দের মেয়ে

উত্তরঃ (গ) চার ছেলের মা

২১….. মাটিতে পড়িয়া গেল।”-যা মাটিতে পড়ে গিয়েছিল-

(ক) আমের গুটি

(খ) বেগুন

(গ) পুঁইশাকের বোঝা

(ঘ) বাতাবি লেবু

উত্তরঃ (গ) পুঁইশাকের বোঝা

২২. অন্নপূর্ণা পুঁইশাকের বোঝা ফেলে দিতে বলেছিলেন-

(ক) খিড়কির পুকুরের ধাঁরে

(খ) বাড়ির বাইরে

(গ) আবর্জনার স্তূপে

(১) রায়বাবুদের বাড়িতে

উত্তরঃ (ক) খিড়কির পুকুরের ধাঁরে

২৩. পুঁইশাকের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন-

(ক) সহায়হরিকে

(খ) ক্ষেন্তিকে

(গ) রাধীকে

(ঘ) পুঁটিকে

উত্তরঃ (গ) রাধীকে

২৪. সহায়হরির ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে-

(ক) অভান্ত শ্রদ্ধা করত

(খ) অত্যন্ত ভয় করত

(গ) গুরুত্ব দিত না

(ঘ) বন্ধুর মতো আচরণ করত

উত্তরঃ (খ) অত্যন্ত ভয় করত

২৫. পতা এনেছে ছেলে মানুষ খাবে বলে….”-যা আনার কথা বলা হয়েছে

(ক) পুঁইশাক

(খ) কাঁচা আম

(গ) চালতা

(ঘ) খেজুরের রস

উত্তরঃ (গ) চালতা

২৬. পাড়া থেকে ক্ষেন্ডির পুঁইশাক নিয়ে আসা প্রসঙ্গে অন্নপূর্ণা বলেছিল-

(ক) মেয়েদের জন্য পাড়া বেড়ানো ভালো নয়

(খ) মেয়েদের আবার অত নোলা কীসের

(গ) পুইশাক খাওয়া শরীরের জন্য ভালো নয়

(ঘ) লোকের দেওয়া জিনিস নেওয়া ঠিক না

উত্তরঃ (খ) মেয়েদের আবার অত নোলা কীসের

২৭. রান্না করার সময় অন্নপূর্ণার মনে পড়েছিল-

(ক) বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টি

(খ) ক্ষেন্তির বিয়ে না হওয়ার দুশ্চিন্তা

(গ) সহায়হরির সংসারে অমনোযোগ

(ঘ) গ্রামের লোকেদের কথাবার্তা

উত্তরঃ (ক) বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টি

২৮. অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের…”-যার কথা বলা হয়েছে-

(ক) পিঠে

(খ) রুচাকলি

(গ) পুঁইশাকের তরকারি

(ঘ) টোপাকুল

উত্তরঃ (গ) পুঁইশাকের তরকারি

২৯. ‘বাকিগুলা কুড়ানো যায় না, ‘কুড়োতে না-পারার কারণ-

(ক) সেগুলো নষ্ট হয়ে গিয়েছে

(খ) ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে

(গ) কাদায় অদৃশ্য হয়ে গেছে

(ঘ) কোনো যোঁজ পাওয়া যায়নি

উত্তরঃ (খ) ডোবার ধারে ছাইগাদায় ফেলে দেওয়া হয়েছে

৩০. ক্ষেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল-

(ক) মায়ের মুখে হাসি দেখে

(খ) পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে

(গ) বাবার সঙ্গে বাইরে যেতে পারায়

(ঘ) বোনেদের সঙ্গে খেলতে পারায়

উত্তরঃ (খ) পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে

৩২. চালের বাতায় গোঁজা ডালা থেকে অন্নপূর্ণা সংগ্রহ করেছিলেন-

(ক) হাতপাযা

(খ) কান্তে

(গ) কাপড়ে মোড়ানো টাকা

(ঘ) শুকনো লঙ্কা

উত্তরঃ (ঘ) শুকনো লঙ্কা

৩৩. সহায়হরির ডাক পড়েছিল-

(ক) পাড়ার দুর্গামঝো

(খ) কালীমায়ের চণ্ডীমণ্ডপে

(গ) বটতলায়

(ঘ) হাটখোলার বাজারে

উত্তরঃ (খ) কালীমায়ের চণ্ডীমণ্ডপে

৩৪. কালীময় যার কথা উল্লেখ করেছিলেন-

(ক) কেষ্ট চাটুজ্জে

(খ) কেষ্ট ভট্টাচার্য

(গ) কেষ্ট মুখুজ্জে

(ঘ) রায়বাবু

উত্তরঃ (গ) কেষ্ট মুখুজ্জে

৩৫. পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে বলা হয়েছে-

(ক) লগ্নভ্রষ্ট মেয়ে

(খ) জাতভ্রষ্ট মেয়ে

(গ) অপয়মন্ত মেয়ে

(ঘ) উচ্ছগণ্ড করা মেয়ে

উত্তরঃ (ঘ) উচ্ছগণ্ড করা মেয়ে

৩৬. বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে কালীময় তাহলে সহায়হরিকে যা করতে বলেছিলেন-

(ক) বাড়িতে পুজো দিতে

(খ) বামুনদের যথেষ্ট খাতির-যত্ন করতে

(গ) বামুনসেবার আয়োজন করত

(ঘ) মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে

উত্তরঃ (ঘ) মেয়ের বিয়ের বন্দোবস্ত করতে

৩৭. সহায়হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সঙ্গে-

(ক) শ্রীমন্ত মজুমদার

(খ) শ্রীমন্ত মিত্র

(গ) অনাদি মজুমদার

(ঘ) শ্রীমন্ত বাঁডুজ্জে

উত্তরঃ (ক) শ্রীমন্ত মজুমদার

৩৮. শ্রীমন্ত মজুমদারের ছেলে বেদম প্রহার খেয়েছিল যাদের কাছে-

(ক) এক কুম্ভকার বন্ধুর আত্মীয়স্বজনের হাতে

(খ) এক স্বর্ণকার বন্ধুর আত্মীয়স্বজনের হাতে

(গ) এক কর্মকার বন্ধুর আত্মীয়স্বজনের হাতে

(ঘ) তার নিজের ভাইয়ের হাতে

উত্তরঃ (ক) এক কুম্ভকার বন্ধুর আত্মীয়স্বজনের হাতে

৩৯. ভাঙা পাঁচিলের ধারে ছোটো জমিতে ক্ষেন্ডি আর তার ছোটো বোন যা করছিল-

(ক) খেলা করছিল

(খ) গাছ থেকে আম পারছিল

(গ) তরকারির যেত তৈরির প্রস্তুতি নিচ্ছিল

(ঘ) মা-র ওপর অভিমান করে চুপচাপ বসেছিল

উত্তরঃ (গ) তরকারির যেত তৈরির প্রস্তুতি নিচ্ছিল

৪০. ক্ষেন্তির তরকারির যেতে একমাত্র সজীব গাছ ছিল-

(ক) একটা লাউয়ের চারা

(খ) একটা পুঁইশাকের চারা

(গ) একটা ফলসার চারা

(ঘ) একটা কুমড়ো গাছ

উত্তরঃ (খ) একটা পুঁইশাকের চারা

৪১. ‘এখন যে জল না পেয়ে মরে যাবে।’ যা মরে যাওয়ার কথা বলা হয়েছে-

(ক) একটা শীর্ণ লাউয়ের চারা

(খ) পুঁইশাকের চারা

(গ) করবীর চারা

(ঘ) মাগুর মাছ

উত্তরঃ (খ) পুঁইশাকের চারা

৪২. সহায়হার সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন-

(ক) বিছানায় অঘোরে ঘুমোচ্ছে

(খ) বাগানে খেলা করছে

(গ) মার কাছে বসে আছে

(ঘ) কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে

উত্তরঃ (ঘ) কাঁঠালতলায় দাঁড়িয়ে আছে

৪৩. “সেখানে সরাইয়া দিল, ‘ক্ষেন্ডি যা সরিয়ে দিয়েছিল-

(ক) নারকেল কোরা

(খ) নারকেলের মালা

(গ) পিঠের পাত্র

(ঘ) ময়দার গোলা রাখা পাত্র

উত্তরঃ (খ) নারকেলের মালা

৪৪. পুঁটি যার ঘির তৈরির কথা বলেছিল-

(ক) রা আদিদি

(খ) জেঠাইমা

(গ) মেজকাকিমা

(ঘ) ছোটোমামি

উত্তরঃ (ক) রাঙাদিদি

৪৫. ‘সে তো কেমন ভালো লাগে। যা ভালো লাগার কথা বলা হয়েছে

(ক) পুঁইশাকের চচ্চড়ি

(খ) মেটে আলুর তরকারি

(গ) নারকেলের ছাঁই দেওয়া পাটিসাপটা

(ঘ) চালতার আচার

উত্তরঃ (গ) নারকেলের ছাঁই দেওয়া পাটিসাপটা

৪৬. অন্নপূর্ণা ঘোলায় তেল মাখাচ্ছিলেন যার সাহায্যে-

(ক) বেগুনের বোঁটা

(খ) কাঠের চামচ

(গ) হাতার হাতল

(ঘ) ডাবের শীষ

উত্তরঃ (ক) বেগুনের বোঁটা

৪৭. ‘ওমা কেমন একটা ধরাধরা গন্ধ ক্ষেন্তি যাতে এই গন্ধ পেয়েছিল-

(ক) পুঁইশাকের চচ্চড়িতে

(খ) মেটে আলুর তরকারিতে

(গ) যেদির মা-র তৈরি পাটিসাপটায়

(ঘ) মুখুজ্জে বাড়ির পিঠেতে

উত্তরঃ (গ) যেদির মা-র তৈরি পাটিসাপটায়

৪৮. ‘মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল- ক্ষেন্তির প্রশ্ন ছিল-

(ক) সে দুর্গাদের বাড়ি যাবে কিনা

(খ) সে আর নারকেল কুরাবে কিনা

(গ) সে খাওয়ার জন্য একটু নারকেল কোরা নেবে কিনা

(ঘ) মা আর কতগুলো পাটিসাপটা করবে

উত্তরঃ (গ) সে যাওয়ার জন্য একটু নারকেল কোরা নেবে কিনা

৪৯. ‘সে অতান্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে- যে কারণে ক্ষেন্ডির এই মানসিক তৃপ্তি

(ক) মার কথা শুনে

(খ) নারকেল কোরা খেয়ে

(গ) পাটিসাপটা খেয়ে

(ঘ) বাড়িতে পুঁইশাকের চারা পুঁততে পেরে

উত্তরঃ (খ) নারকেল কোরা খেয়ে

৫০. “বার করে নিয়ে আয়।” -যা বের করে আনার কথা বলা হয়েছে-

(ক) জল দেওয়া ভাত

(খ) গরম ভাত

(গ) পিঠের পাত্র

(ঘ) জলের পাত্র

উত্তরঃ (ক) জল দেওয়া ভাত

৫১. “তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল।” যা বোঝা গেল –

(ক) অন্নপূর্ণার প্রস্তাব ক্ষেন্তির মনঃপূত নয়

(খ) পাটিসাপটা ক্ষেন্তির ভালো লাগেনি

(গ) ক্ষেন্তির আচরণ অন্নপূর্ণার পছন্দ হয়নি

(ঘ) পাটিসাপটা ক্ষেন্তির অত্যন্ত ভালো লেগেছে

উত্তরঃ (ক) অন্নপূর্ণার প্রস্তাব ক্ষেন্তির মনঃপূত নয়

৫২. শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন-

(ক) মাঠের ধারে

(খ) আমগাছ তলায়

(গ) রান্নাঘরের দাওয়ায়

(ঘ) পুকুর পাড়ে

উত্তরঃ (গ) রান্নাঘরের দাওয়ায়

৫৩. অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল-

(ক) নারকেল তেল

(খ) সরষের তেল

(গ) মধু

(ঘ) গাওয়া ঘি

উত্তরঃ (ক) নারকেল তেল

৫৪. গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সহায়হরিকে যেখানে যেতে বলেছিলেন-

(ক) বাগদিপাড়ায়

(খ) চৌধুরীদের বাড়ি

(গ) মুযুজ্যেদের বাড়ি

(ঘ) পাশের গ্রামে

উত্তরঃ (খ) চৌধুরীদের বাড়ি

৫৫. অন্নপূর্ণার মতে ভদ্রলোকদের গ্রামে বাস করা যায় না যে কারণে-

(ক) লেখাপড়া না শিখলে

(খ) পূজার্চনায় মন না দিলে

(গ) বাগদি-দুলে পাড়ায় ঘুরে বেড়ালে

(ঘ) প্রচুর অর্থ উপার্জন না করলে

উত্তরঃ (গ) বাগদি-দুলে পাড়ায় ঘুরে বেড়ালে

৫৬. সহায়হরিকে ‘একঘরে’ করার কথা যেখানে আলোচনা হয়েছে-

(ক) মুখুজ্জেদের চন্ডীমণ্ডপে

(খ) সরকার বাড়িতে

(গ) চৌধুরীদের চন্ডীমণ্ডপে

(ঘ) চাটুজ্জেদের বাড়িতে

উত্তরঃ (গ) চৌধুরীদের চন্ডীমণ্ডপে

৫৭. অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি যে বিষয়ে-

(ক) স্বামীর কথার উত্তর দিতে

(খ) বাড়ি থেকে বেরোতে

(গ) উনুনে রান্না চাপাতে

(ঘ) বাটি কিংবা ঘটি বের করে দিতে

উত্তরঃ (ঘ) বাটি কিংবা ঘটি বের করে দিতে

৫৮. অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে-

(ক) স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন

(খ) বারান্দা থেকে নীচে নেমেছিলেন

(গ) ক্ষেন্তির খোঁজ করছিলেন

(ঘ) স্বামীর উপরে রাগ প্রকাশ করছিলেন

উত্তরঃ (ক) স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন

Class 11 Question and Answer | একাদশ শ্রেণীর সাজেশন

আরো পড়ুন:-

Class 11 Bengali Suggestion Click here

আরো পড়ুন:-

Class 11 English Suggestion Click here

আরো পড়ুন:-

Class 11 Geography Suggestion Click here

আরো পড়ুন:-

Class 11 History Suggestion Click here

আরো পড়ুন:-

Class 11 Political Science Suggestion Click here

আরো পড়ুন:-

Class 11 Philosophy Suggestion Click here

আরো পড়ুন:-

Class 11 Sanskrit Suggestion Click here

আরো পড়ুন:-

Class 11 Education Suggestion Click here

আরো পড়ুন:-

Class 11 Sociology Suggestion Click here

West Bengal class 10th Bengali Board Exam details info

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Exam Bengali Question and Answer download for Bengali subject. West Bengal Council of Higher Secondary Education will organise this Examination all over West Bengal. Students who are currently studying in Class 10th, will sit for their first Board Exam Class 11. WBCHSE Class 11 Bengali question paper download.

Class 11 Bengali Puimacha Syllabus

West Bengal Class 11 Bengali Puimacha Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 11 Bengali Puimacha Syllabus and Question Paper. Questions on the Bengali exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

Class 11 Bengali Syllabus Download Click Here

পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer 

পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer : পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer – পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer উপরে আলোচনা করা হয়েছে।

West Bengal WBCHSE Class 11 Bengali Puimacha Question and Answer | পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা 

West Bengal WBCHSE Class 11 Bengali Puimacha Question and Answer | পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা : Class 11 Bengali Puimacha Question and Answer Question and Answer | পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – West Bengal WBCHSE Class 11 Bengali Puimacha Question and Answer | পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা উপরে আলোচনা করা হয়েছে।

Class 11 Bengali Puimacha  Question and Answer | পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর 

Class 11 Bengali Puimacha Question and Answer | পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর : Class 11 Bengali Puimacha Question and Answer | পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – Class 11 Bengali Puimacha Question and Answer | পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর গুলো উপরে আলোচনা করা হয়েছে।

পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer 

  এই “পুঁইমাচা (গল্প) একাদশ শ্রেণীর বাংলা | Class 11 Bengali Puimacha Question and Answer” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী সমস্ত শ্রেণীর প্রতিটি অধ্যায় অনুশীলন, বিভিন্ন চাকরির পরীক্ষার গাইডেন্স ও চারীর খবর বা শিক্ষামূলক খবর জানতে  আমাদের এই  Porasuna.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।