WB Group D Recruitment 2024 | পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ

357
WB Group D Recruitment 2024 | পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ
WB Group D Recruitment 2024 | পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ

WB Group D Recruitment : প্রতিদিনের ন্যায় আজও আমরা চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে PTT সংস্থা। দিনে দিনে বেড়েই চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা। এই নিয়োগের বিজ্ঞপ্তি এইসমস্ত চাকরি প্রার্থীদের মুখে হাঁসি ফোটাবে এমনটাই আশা করা যায়। পদের নাম কি? শূন্যপদ কত? আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি? কিভাবেই বা করবেন আবেদন? জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। 

পদের নামগ্রুপ ডি নাইট গার্ড ও কর্ম বন্ধু
যোগ্যতাঅষ্টম শ্রেনী এবং মাধ্যমিক পাশ
আবেদনঅনলাইনে শুরু হয়ে গেছে
অফিশিয়াল ওয়েবসাইটdharmadagovt.wbptti.in

WB Group D Recruitment-এর বিস্তারিত তথ্য 

নিয়োগকারী সংস্থা : এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে Dharmada Govt, P.T.T ইনস্টিটিউটএর তরফ থেকে।

পদের নাম : 

নাইট গার্ড ও কর্ম বন্ধু পদে নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে।

শূন্যপদের সংখ্যা : 

কতগুলি পদে নিয়োগ করা হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখুন।

বয়সের সময়সীমা : 

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : 

এই দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেনী এবং মাধ্যমিক পাশ হতে হবে।

কারা আবেদনের যোগ্য : 

এই পদে ফ্রেসার্স ও রিটায়ার্ড দুই ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলী : 

এই বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে যে প্রার্থীদের অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। একই পদের জন্য একাধিকবার আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস : 

আবেদন করার জন্য প্রার্থীদের আধার কার্ড, ভোটার কার্ড, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে।

নিয়োগ প্রক্রিয়া : 

কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের এই পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

WB Group D Recruitment-এ আবেদনের পদ্ধতি :

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনে উপস্থিত আবেদনপত্রটি ডাউনলোড করুন। এরপর নোটিফিকেশনে উপস্থিত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর এটিকে নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাড করে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর অ্যাড্রেস Principal, Dharmada Govt. P.T.T. I, Vill+Po -Dharmada, Ps-Nakashipara, Dist-Nadia, Pin-74LL38।

WBMDFC Police Coaching-এ গুরুত্বপূর্ণ লিঙ্ক :

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
🌏 অনলাইনে আবেদন লিঙ্কApply Now

বিঃদ্রঃ: Porasuna.in কোনও চাকরিপ্রার্থী থেকে চাকরির জন্য কোনও ধরনের অর্থপ্রদান বা লেন-দেন করে না, যদি কেউ আমাদের নাম ব্যবহার করে অর্থপ্রদানের বা লেন-দেন জন্য জিজ্ঞাসা করে তবে সতর্ক থাকুন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অবিলম্বে আমাদের জানান এই 9476288780 নম্বরে ।

WB Group D Recruitment 2024 | পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ

   এই “WB Group D Recruitment 2024 | পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী সমস্ত শ্রেণীর প্রতিটি অধ্যায় অনুশীলন, বিভিন্ন চাকরির পরীক্ষার গাইডেন্স ও চারীর খবর বা শিক্ষামূলক খবর জানতে  আমাদের এই  Porasuna.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।