SSC SLST Result Out: অবশেষে প্রকাশিত একাদশ-দ্বাদশ শ্রেণীর ফল! ১৭ই নভেম্বর থেকে শুরু ডকুমেন্ট ভেরিফিকেশন

15

SSC SLST Result Out: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল হাজার হাজার চাকরিপ্রার্থীর। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) আজ, অর্থাৎ ৭ই নভেম্বর ২০২৫, ঘোষণা করেছে দ্বিতীয় রাজ্য স্তর নির্বাচন পরীক্ষা (2nd SLST) ২০২৫-এর একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষার ফলাফল

গত ১৪ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখন ফলাফল দেখা যাচ্ছে। পূর্বেই ধারণা করা হয়েছিল নভেম্বরের প্রথম সপ্তাহেই ফলাফল প্রকাশিত হতে পারে, এবং সেই পূর্বাভাসই সত্যি হলো।

কমিশনের প্রকাশিত মেমো নং 1922/7016/CSSC/ESTT/2025 অনুযায়ী, পরীক্ষার্থীরা এখন তাদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারবেন।

প্রার্থীরা নিচের ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই নিজেদের ফলাফল দেখতে পারবেন —

  1. প্রথমে ভিজিট করুন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে: https://westbengalssc.com
  2. নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের User ID এবং Password দিয়ে লগ-ইন করুন।
  3. লগ-ইন করার পর ‘Result’ সেকশন থেকে নিজের Roll Number নির্বাচন করুন।
  4. এরপর ‘View Result’ বাটনে ক্লিক করুন।
  5. স্ক্রিনে আপনার লিখিত পরীক্ষার নম্বর প্রদর্শিত হবে।

ফলাফল ঘোষণার পর কমিশন জানিয়েছে, এবার নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এবার ইন্টারভিউ নেওয়ার আগে প্রার্থীদের নথি যাচাইকরণ (Document Verification) প্রক্রিয়া সম্পন্ন হবে।

কমিশন সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া শুরু হতে পারে ১৭ই নভেম্বর ২০২৫ থেকে।
ডকুমেন্ট ভেরিফিকেশনের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই সকল সফল প্রার্থীকে নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এছাড়াও, কমিশন খুব শীঘ্রই প্রাথমিক ইন্টারভিউ তালিকা (Preliminary Interview List) প্রকাশ করবে বলে জানিয়েছে।

চূড়ান্ত ফলাফল ও ১০ নম্বর মামলার প্রভাব

বর্তমানে প্রকাশিত ফলাফল শুধুমাত্র লিখিত পরীক্ষার ফল
তবে এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল নির্ভর করছে আদালতে বিচারাধীন ‘১০ নম্বর মামলা (10-Mark Case)’-এর ওপর।

আদালতের নির্দেশ অনুযায়ী লিখিত ফলাফল প্রকাশের অনুমতি থাকলেও, চূড়ান্ত নিয়োগের ফলাফল মামলার নিষ্পত্তির পরেই প্রকাশিত হবে
তাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্যসংক্ষেপ

  • ফলাফল প্রকাশের তারিখ: ৭ই নভেম্বর ২০২৫
  • ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু: ১৭ই নভেম্বর ২০২৫ (সম্ভাব্য)
  • ওয়েবসাইট: https://westbengalssc.com
  • পরবর্তী ধাপ: ইন্টারভিউ তালিকা প্রকাশ


SSC SLST 2025-এর এই ফলাফল পশ্চিমবঙ্গের অসংখ্য প্রার্থীর জন্য এক নতুন আশা জাগিয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া জরুরি। সবশেষে, চূড়ান্ত ফলাফলের ঘোষণাই নির্ধারণ করবে কারা রাজ্যের একাদশ-দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক হিসেবে সুযোগ পাবেন।

আরোও পড়ুন, WBCHSE সেমিস্টার রেজাল্ট নম্বর: একেবারেই আপলোড হবে রেজাল্ট! উচ্চ মাধ্যমিক সেমিস্টারে নতুন আপডেট

আরোও পড়ুন, পুজোর ছুটির মধ্যেই অনলাইন ক্লাস: নির্দেশ দিল শিক্ষা সংসদ! কবে থেকে হবে দেখে নাও

SSC SLST Result Out: অবশেষে প্রকাশিত একাদশ-দ্বাদশ শ্রেণীর ফল! ১৭ই নভেম্বর থেকে শুরু ডকুমেন্ট ভেরিফিকেশন 

  এই “SSC SLST Result Out: অবশেষে প্রকাশিত একাদশ-দ্বাদশ শ্রেণীর ফল! ১৭ই নভেম্বর থেকে শুরু ডকুমেন্ট ভেরিফিকেশন” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী সমস্ত শ্রেণীর প্রতিটি অধ্যায় অনুশীলন, বিভিন্ন চাকরির পরীক্ষার গাইডেন্স ও চারীর খবর বা শিক্ষামূলক খবর জানতে  আমাদের এই  Porasuna.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।