
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
Class 5 Bengali Golpo Buro Question and Answer
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro Question and Answer : নমস্কার, বন্ধুরা আজকের আলোচ্য বিষয় গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro Question and Answer নিচে দেওয়া হলো। এই গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা – Class 5 Bengali Golpo Buro থেকে MCQ, SAQ, Description Question and Answer, Notes গুলি আগামী পঞ্চম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
আপনার যারা গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা – West Bengal WBBSE Class 5 Bengali Golpo Buro Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।
বোর্ড | WBBSE |
ক্লাস | পঞ্চম শ্রেণী (WB Class 5) |
বিষয় | পঞ্চম শ্রেণীর বাংলা |
পাঠ | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু |
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | West Bengal Class 5 Bengali Golpo Buro Question and Answer
বহুনির্বাচনী : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro MCQ [প্রশ্নমান – ১]
১. গল্প শোনার সময় বাচ্চারা কী অনুভব করে?
(A) বিরক্তি
(B) আনন্দ
(C) ক্লান্তি
(D) ভয়
উত্তরঃ (B) আনন্দ
২. গল্পবুড়ো আসলে কেমন চরিত্র?
(A) বাস্তব
(B) কাল্পনিক
(C) রাগী
(D) নায়ক
উত্তরঃ (B) কাল্পনিক
৩. ‘গল্পবুড়ো’ কারা?
(A) রাজা
(B) বুড়ো মানুষ যিনি গল্প বলেন
(C) শিক্ষক
(D) জাদুকর
উত্তরঃ (B) বুড়ো মানুষ যিনি গল্প বলেন
৪. গল্পবুড়ো কিসে চড়ে আসে?
(A) পালকিতে
(B) ঘোড়ায়
(C) গল্পের পাখায়
(D) পক্ষীরাজ ঘোড়ায়
উত্তরঃ (D) পক্ষীরাজ ঘোড়ায়
৫. গল্প শুনে শিশুরা কেমন হয়?
(A) ভয় পায়
(B) হাসে
(C) চুপচাপ শোনে
(D) দৌড়ায়
উত্তরঃ (C) চুপচাপ শোনে
৬. গল্পবুড়োর গল্প কেমন?
(A) মজার
(B) ভয়ংকর
(C) বিরক্তিকর
(D) বাস্তব
উত্তরঃ (A) মজার
৭. গল্পবুড়ো’ কবিতার রচয়িতা কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) সুকুমার রায়
(C) সুনির্মল বসু
(D) লীলা মজুমদার
উত্তরঃ (C) সুনির্মল বসু
৮. গল্পবুড়োর মুখে কেমন হাসি থাকে?
(A) রাগী
(B) কুটিল
(C) মিষ্টি
(D) ভয়ংকর
উত্তরঃ (C) মিষ্টি
৯. গল্প শোনার সময় শিশুরা কোথায় বসে?
(A) মাঠে
(B) বিছানায়
(C) গল্পবুড়োর চার পাশে
(D) গাছের নিচে
উত্তরঃ (C) গল্পবুড়োর চার পাশে
১০. রূপকথার গল্পে কোন প্রাণীটি কথা বলে?
(A) বিড়াল
(B) ঘোড়া
(C) হাঁস
(D) সবাই
উত্তরঃ (D) সবাই
১১. গল্পবুড়ো কখন আসে?
(A) সকালে
(B) দুপুরে
(C) সন্ধ্যায়
(D) রাতের ঘুমের আগে
উত্তরঃ (D) রাতের ঘুমের আগে
১২. গল্পবুড়ো কার বন্ধু?
(A) রাজার
(B) দানবের
(C) বাচ্চাদের
(D) পাখির
উত্তরঃ (C) বাচ্চাদের
১৩. গল্পবুড়ো গল্প শোনায় —
(A) চিৎকার করে
(B) ধীরে ধীরে
(C) গান গেয়ে
(D) হাসতে হাসতে
উত্তরঃ (B) ধীরে ধীরে
১৪. গল্পবুড়োর পোশাক কেমন?
(A) রাজকীয়
(B) জাদুকরের মত
(C) সাদা-শ্যামলা
(D) গল্পে উল্লেখ নেই
উত্তরঃ (D) গল্পে উল্লেখ নেই
১৫. গল্পবুড়ো কার সাথেই বেশি কথা বলে?
(A) বড়রা
(B) পুলিশ
(C) শিশুরা
(D) শিক্ষক
উত্তরঃ (C) শিশুরা
১৬. গল্পবুড়োর গল্পে কোন জিনিসটি থাকে না?
(A) রাজকন্যা
(B) সিংহ
(C) রোবট
(D) দানো
উত্তরঃ (C) রোবট
১৭. রূপকথার গল্পে যেটি থাকে না —-
(A) দত্যি-দানো
(B) পক্ষীরাজ
(C) রাজপুত্তুর
(D) উড়োজাহাজ
উত্তরঃ (D) উড়োজাহাজ
১৮. রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো।
(A) আশাপূর্ণা দেবী
(B) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
(C) সত্যজিৎ রায়
(D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (B) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
১৯. ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন@ দিক থেকে বয়ে আসে। এমন ভাবে _____
(A) গ্রীষ্ম
(B) শরৎ
(C) শীত
(D) বর্ষা
উত্তরঃ (C) শীত
২০. থুথ্থুড়ে শব্দটির অর্থ ।
(A) চনমনে
(B) জড়সড়ো
(C) জ্ঞানী
(D) নড়বড়ে
উত্তরঃ (D) নড়বড়ে
অতিসংক্ষিপ্ত : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro SAQ [প্রশ্নমান – ১]
১. গল্পবুড়ো’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ ‘গল্পবুড়ো’ কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা।
২. কাদের কী জন্য ডাকছে গল্পবুড়ো?
উত্তরঃ শিশুদের ঘুম থেকে ওঠার জন্য ডাকছে গল্পবুড়ো।
৩. গল্পবুড়োর কাঁধে কী রয়েছে?
উত্তরঃ গল্পবুড়োর কাঁধে রয়েছে রূপকথার গল্পের ঝোলা।
৪. এর রূপকথা শব্দটির অর্থ কী ?
উত্তরঃ বিভিন্ন ধরনের আজগুবি গল্পকে রূপকথা বলা হয়।
৫. এ কড়ি বলতে কী বোঝো?
উত্তরঃ আগেকার দিনে টাকাপয়সার মতো বিনিময়ের জন্য কড়ি ব্যবহৃত হত।
৬. ময়নামতীর জল কীরকম?
উত্তরঃ ময়নামতী একটি নদীর নাম। তার জল টলমল করছে।
৭. নন্দিনী কোথায় রয়েছে?
উত্তরঃ কেশবর্তী পরি নন্দিনী বন্দি হয়ে আছে গল্পবুড়োর ঝোলাতে।
৮. গল্পবুড়োর ডাক শুনে না এলে সে কী করে?
উত্তরঃ গল্প শোনায় না।
৯. গল্পবুড়োর ঝোলায় কাদের গল্প আছে?
উত্তরঃ দত্যি-দানব, রাজপুত্তুর, যক্ষিরাজ প্রভৃতি রূপকথার চরিত্রদের।
১০. গল্পবুড়ো কোথা দিয়ে হেঁটে চলে?
উত্তরঃ রাস্তা দিয়ে।
১১. গল্পবুড়োর ঝোলায় কী ধরনের কাঠি আছে?
উত্তরঃ সোনার কাঠি।
১২. গল্পবুড়োর ঝোলায় কেশবতী নন্দিনী কোথায় বন্দি?
উত্তরঃ ঝোলার মধ্যে।
১৩. গল্পবুড়োর ডাক শুনে যারা আসে না, তাদের জন্য কী নেই?
উত্তরঃ গল্প।
১৪. গল্পবুড়োর মুখে কী ধরনের হাসি থাকে?
উত্তরঃ মিষ্টি হাসি।
১৫. গল্পবুড়োর ঝোলায় কী ধরনের গল্প থাকে?
উত্তরঃ রূপকথার গল্প।
১৬. ‘গল্পবুড়োর ঝোলাতে কারা বাঁধা আছে?
উত্তরঃ দত্যি, দানব, পক্ষীরাজ, যক্ষিরাজ, রাজপুত্তুর বাঁধা রয়েছে।
১৭. ‘কী ধরনের হাওয়া বইছে?
উত্তরঃ উত্তুরে ঠান্ডা কনকনে হাওয়া বইছে।
১৮. গল্পবুড়োর চেহারাটা কেমন?
উত্তরঃ গল্পবুড়োর চেহারাটা থুথুড়ে অর্থাৎ একেবারে নড়বড়ে।
১৯. কোথা দিয়ে চলেছে গল্পবুড়ো ?
উত্তরঃ পথ ধরে হেঁটে চলেছে গল্পবুড়ো।
২০. চেঁচিয়ে বুড়োর কী অবস্থা হয়েছে?
উত্তরঃ চেঁচিয়ে বুড়োর মুখ ব্যথা হয়েছে।
২১. গল্পবুড়ো কেমন করে ডাকছে?
উত্তরঃ গল্পবুড়ো হাঁক ছেড়ে ডাকছে।
২২. হাঁক ছেড়ে গল্পবুড়ো কী বলছে?
উত্তরঃ হাঁক ছেড়ে গল্পবুড়ো সবাইকে ঘুম থেকে উঠে পড়াশোনায় মন দিতে বলছে।
২৩. ছোটোদেরকে গল্পবুড়ো ছুটে আসতে কেন বলেছে?
উত্তরঃ গল্পবুড়োর তল্পিতে যা আছে তা দেখাবে বলে ছোটোদেরকে সে ছুটে আসতে বলছে।
২৪. ঝোলাটা বুড়োর কোথায় আছে?
উত্তরঃ ঝোলাটা বুড়োর কাঁধে আছে।
২৫. গল্পবুড়োর কাঁধের ঝোলায় কী আছে?
উত্তরঃ গল্পবুড়োর কাঁধের ঝোলায় মন ভোলানো অনেক গল্প আছে।
২৬. সার বাঁধা কী আছে?
উত্তরঃ কড়ির পাহাড় সার বাঁধা আছে।
২৭. চোখ ধাঁধা হয়ে যাবে কীসে?
উত্তরঃ মানিক-হীরায় চোখ ধাঁধা হয়ে যাবে।
২৮. গল্পবুড়োর ঝোলাতে কী ঝলমলে আছে?
উত্তরঃ গল্পবুড়োর ঝোলাতে সোনার কাঠি ঝলমলে আছে ।
২৯. গল্পবুড়োর তল্পিটায় কী আটকে আছে?
উত্তরঃ গল্পবুড়োর তল্পিটায় হট্টমেলার হাটখানা আটকে আছে।
৩০. গল্পবুড়োর থলিতে কে বন্দিনি আছে?
উত্তরঃ গল্পবুড়োর থলিতে কেশবর্তী নন্দিনী বন্দিনি আছে।
৩১. ‘শীতের প্রখর প্রত্যূষ’ কাকে বলে?
উত্তরঃ প্রত্যূষ মানে সকাল, আর শীতকালের সকালের আরামদায়ক রোদ্দুরকে বলা হয় প্রখর প্রত্যূষ।
৩২. গল্পৰুড়োর কাছে কারা শত্রু?
উত্তরঃ শীতের প্রখর প্রত্যূষে যে ঘুম থেকে উঠে তার কাছে আসবে না গল্পবুড়ো তাকেই শত্রু বলেছে।
৩৩. ‘থরথর’ শব্দের ‘র’ বর্ণটি দুবার রয়েছে। এরকম ‘ল’ বর্ণটি দুবার আছে এমন দুটি শব্দ লেখো।
উত্তরঃ ঝলমল, টলমল।
৩৪. গল্পবুড়ো কখন আসে?
উত্তরঃ শীতের ভোরবেলায় গল্পবুড়ো আসে।
৩৫. কার মুখ ব্যথা হয়ে গিয়েছিল?
উত্তরঃ গল্পবুড়োর।
৩৬.‘বইছে হাওয়া উত্তুরে’—উত্তুরে হাওয়া বইলে কী অনুভূতি হয়?
উত্তরঃ উত্তুরে হাওয়া বইলে খুব ঠান্ডা অনুভূত হয়।
৩৭. কী চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা হয়েছে ?
উত্তরঃ ‘রূপকথা চাই, রূপকথা চাই’—বলে চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা হয়েছে।
৩৮. ‘দেখবি যদি জলদি আয়’—গল্পবুড়ো কী দেখতে বলছে?
উত্তরঃ গল্পবুড়োর তল্পিটায় যা আছে অর্থাৎ, রূপকথা ইত্যাদি তা দেখতে বলছে
৩৯.লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন ?
উত্তরঃ লেখালিখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন।
৪০. সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তরঃ সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হল ‘ছানাবড়া’ ও ‘হইচই’।
সংক্ষিপ্ত : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro QNA [প্রশ্নমান – ২/৩]
১. গল্পবুড়োর ঝোলায় রূপকথার কোন্ কোন্ বিষয় ভরা আছে?
উত্তরঃ ‘গল্পবুড়ো’ কবিতায় রূপকথার দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ যেমন আছে, তেমনি আছে ঝলমলে সোনার কাঠি, ময়নামতী নদী, তেপান্তরের মাঠ, বন্দিনী কেশবতী নন্দিনী আছে।
২. কয়েকটা চোখ ধাঁধানো জিনিসের নাম লেখো।
উত্তরঃ কড়ির পাহাড়ে সব চোখ ধাঁধানো জিনিস যেমন, মানিক – হিরা পাওয়া যায়। ঝলমলে সোনার কাঠি পাওয়া যায়।
৩. রূপকথা কাকে বলে ?
উত্তরঃ যে গল্পে রাজপুত্র, রাজকন্যা, পক্ষীরাজ ঘোড়া, সোনার কাঠি, রুপোর কাঠি, রাক্ষসী, রাক্ষস ইত্যাদি মজার ঘটনা লেখা থাকে তাকে বলে রূপকথা।
৪. কার, কী কারণে চেঁচিয়ে মুখ ব্যথা করছে?
উত্তরঃ শীতের ভোরে উত্তুরে হাওয়া বইছে। সেই শীতের হাওয়ায় থুথুড়ে গল্পবুড়ো পথ ধরে তাড়াতাড়ি হেঁটে চলেছে আর ‘রূপকথা চাই, রূপকথা’ বলে সে এমনই চ্যাচাচ্ছে যে তাতেই তার মুখ ব্যথা করছে।
৫. বলব নাকো রূপকথা’—গল্পবুড়ো কেন রূপকথা বলবে না ?
উত্তরঃ শীতের সকালে কোনো শিশু যদি গল্পবুড়োর কাছে না আসে তাহলে সে তার শত্রু। তাই গল্পবুড়ো তাদের মূর্খামি ভেঙে দেবে আর সে কোনো রূপকথাই শোনাবে না।
৬. গল্পবুড়ো’ নামকরণ সার্থক হয়েছে বলে মনে হয় কি এবং কেন ?
উত্তরঃ ‘গল্পবুড়ো’ কবিতাটি সুন্দর ছন্দ মিলিয়ে যেন গল্প বলার কৌশলে লেখা হয়েছে। ফলে কবিতাটির নাম সার্থক হয়েছে বলে আমি মনে করি।
৭. গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না?
উত্তরঃ যারা অলস, মূর্খ, যারা সকালবেলা ঘুম থেকে উঠবে না তাদের গল্প শোনাবে না এবং যারা শত্রুতা করবে তাদের গল্প শোনাবে না।
৮. ‘কাঁধের উপর এই ঝোলা’– ঝোলাতে কী কী আছে?
উত্তরঃ কাঁধের ওপর ঝোলাতে আছে আজগুবি মন ভোলানো গল্প, দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ আর মনপবনের দাঁড়খানা।
৯. গল্পবুড়োর পিঠে বাঁধা তল্পিতে কী কী রয়েছে?
উত্তরঃ গল্পবুড়োর পিঠে অনেক চোখ বাঁধানো মণিমাণিক্য, হিরে, কড়ি সব রয়েছে। সোনার কাঠির ছোঁয়ায় তারা ময়নামতী নদীতে যেতে পারে।
১০. তেপান্তর বলতে কী বোঝো?
উত্তরঃ দূরের নদী পেরিয়ে সবুজ মাঠকে তেপান্তর বলে। সেখানে পরিদের, রাজপুত্রদের রূপকথার গল্প ভেসে আসে।
১১. ডাক ছেড়ে গল্পবুড়ো কী বলছে?
উত্তরঃ হাঁক ছেড়ে ডেকে গল্পবুড়ো ছোটোদের ঘুম থেকে উঠতে বলছে এবং ছুটে এসে তাড়াতাড়ি তার ভঙ্গিতে অর্থাৎ ঝোলাতে কী আছে দেখতে বলছে।
১২. গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তরঃ গল্পবুড়োর কাঁধে যে ঝোলা আছে তাতে আছে মন ভোলানো প্রচুর গল্প। দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর আর পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি সম্পর্কে মজার মজার রূপকথার গল্পে ভরা।
১৩. হট্টমেলার হাটখানাসহ গল্পবুড়োর তল্পিতে আর কী কী আটকে আছে?
উত্তরঃ সার বাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো মানিক-হিরা, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতী আর তেপান্তরের মাঠখানা গল্পবুড়োর তল্লিতে আটকে আছে।
১৪. মনপবনের দাঁড়খানা বলতে তুমি কী বোঝো ?
উত্তরঃ ‘পবন’ কথার মানে বাতাস। ‘দাঁড়’ শব্দের অর্থ প্রায় ৬ ইঞ্চি চওড়া আর ১০ ফুট লম্বা যে কাঠের লাঠির সাহায্যে মাঝি নৌকা চালায়। এখানে মনপবনের দাঁড় বলতে কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানোর সাহায্যকারী বস্তু বোঝানো হয়েছে।
১৫. গল্পবুড়োর ঝোলাতে কে কেন বন্দিনি আছে?
উত্তরঃ গল্পবুড়োর ঝোলাতে বন্দিনি আছে কেশবর্তী নন্দিনি। হয়তো তাকে কোনো দত্যি, দানব কিংবা কোনো যক্ষিরাজ তাদের কোনো দাবি পূরণ হয়নি বলেই বন্দিনি করে রেখেছে।
রচনাধর্মী : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro [প্রশ্নমান – ৫]
১. ‘কী আছে মোর তল্পিটায়’—এই কথাটি কে, কখন কাদেরকে বলেছে?
উত্তরঃ এই কথাটি গল্পবুড়ো বলেছে।
শীতকালের ভোর। উত্তুরে হাওয়া বইছে। সেই শীতে থুথুড়ে গল্পবুড়ো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে।
‘রূপকথা চাই, রূপকথা’ বলে সে এমন চ্যাচাচ্ছে যে তার মুখ ব্যথা হয়ে গেছে। হাঁক ছেড়ে সে ছোটোদের ডেকে।তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। ছোটোরা ছুটে এলে তাড়াতাড়ি সে তার তন্নি অর্থাৎ কাঁধের ঝোলায় কী আছে তা সে তাদেরকে দেখাবে।
২. ‘গল্পবুড়ো’ কবিতায় ‘ঝোলা’ বস্তুটির প্রতীকী তাৎপর্য কী?
উত্তরঃ ‘গল্পবুড়ো’-র ঝোলা শুধু একটি ব্যাগ নয়, এটি রূপকথার এক ভাণ্ডার। এই ঝোলার মধ্যে রয়েছে কেশবতী নন্দিনী, সোনার কাঠি, পক্ষীরাজ ঘোড়া, দত্যি-দানবসহ নানা রূপকথার উপাদান। বাস্তবে এটি শিশুদের কল্পনার দরজা খুলে দেয়। কবি এই ঝোলার মাধ্যমে দেখিয়েছেন যে, গল্পবুড়ো শিশুদের কাছে জ্ঞানের বাহক এবং কল্পনার পৃথিবীতে প্রবেশের চাবিকাঠি।
৩. তুমি যদি গল্পবুড়োর সঙ্গে একদিন কাটাতে পারতে, তাহলে তোমার সেই দিনের অভিজ্ঞতা বর্ণনা করো।
উত্তরঃ সেই দিনটা ছিল খুব ঠান্ডা। হঠাৎ শুনলাম কারো চেঁচানোর শব্দ — “রূপকথা চাই! রূপকথা!” আমি দৌড়ে বাইরে এলাম। দেখি একজন বৃদ্ধ, মুখে হাসি, হাতে ঝোলা। উনি আমায় পাশে বসিয়ে গল্প বলতে লাগলেন — সোনার কাঠির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠল পাথরের মূর্তি, পক্ষীরাজে চড়ে উড়ে গেল এক রাজপুত্তুর, আর এক ভয়ঙ্কর দানবকে হারিয়ে এল এক সাহসী কিশোর। আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। মনে হলো, এ শুধু গল্প নয়, আমার চোখের সামনে সবকিছু ঘটছে! সেই দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে থাকবে।
৪. ‘ভর্তি আমার তল্পিটায়’—কার তন্ত্রিতে কী ভর্তি আছে?
উত্তরঃ এখানে গল্পবুড়ো শীতের ভোরবেলায় ছোটোদের ডেকে বলছে, তার কাধের ঝোলায় মন ভোলানো অনেক গল্প আছে। ছোটোরা তাড়াতাড়ি ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে তার কাছে ছুটে এলে সে তাদেরকে শোনাবে দত্যি দানব আর যক্ষিরাজের গল্প। আর আছে রাজপুত্তুর ও পক্ষীরাজ ঘোড়ার গল্প। মনপবনের দাঁড়খানা বেয়ে এগিয়ে গেলে তারা চোখের সামনে আজগুবি সব গল্পের কারখানা দেখতে পাবে গল্পবুড়োর ঝোলাতে আছে।
৫. আটকাল এই তল্পিটায়’ বলতে কবি আমাদেরকে কী বুঝিয়েছেন ?
উত্তরঃ গল্পবুড়ো কাঁধে গল্পের ঝোলা নিয়ে শীতের খুব ভোরবেলায় পথে বেরিয়েছে। ছোটোদের সে হাঁক ছেড়ে ডেকে বলছে তার গল্পের ঝোলায় আছে সার-বাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধিয়ে যাওয়া মানিক হিরা। আর আছে রূপকথার গল্পের আসল বস্তু ঝলমলে সোনার কাঠি। ওই সোনার কাঠি দিয়েই বন্দিনি টলটলে ময়নামতী নদীকে উদ্ধার করা যায়।
এ ছাড়া গল্পবুড়োর তল্পিতে অর্থাৎ, গল্পের ঝোলায় আটকে আছে তেপান্তরের মাঠখানা এবং হট্টমেলার হাটখানা। ছোটোরা শীতের ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে গল্পবুড়োর কাছে ছুটে এলে গল্পবুড়ো তার ঝুলি উজাড় করে ওই রূপকথার গল্পগুলি ঢেলে দিতে পারে।
Class 5 Question and Answer | পঞ্চম শ্রেণীর সাজেশন
আরো পড়ুন:-
Class 5 Bengali Suggestion Click here
আরো পড়ুন:-
Class 5 English Suggestion Click here
আরো পড়ুন:-
Class 5 Geography Suggestion Click here
আরো পড়ুন:-
Class 5 History Suggestion Click here
আরো পড়ুন:-
Class 5 Science Suggestion Click here
আরো পড়ুন:-
Class 5 Mathematics Suggestion Click here
West Bengal class 10th Bengali Board Exam details info
West Bengal Board of Secondary Education (WBBSE) Class 5 Exam Bengali Question and Answer download for Bengali subject. West Bengal Board of Secondary Education will organise this Examination all over West Bengal. Students who are currently studying in Class 10th, will sit for their first Board Exam Class 5. WBBSE Class 5 Bengali question paper download.
Class 5 Bengali Golpo Buro Syllabus
West Bengal Class 5 Bengali Golpo Buro Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 5 Bengali Golpo Buro Syllabus and Question Paper. Questions on the Bengali exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.
Class 5 Bengali Syllabus Download Click Here
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro Question and Answer
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro Question and Answer : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro Question and Answer – গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro Question and Answer উপরে আলোচনা করা হয়েছে।
West Bengal WBBSE Class 5 Bengali Golpo Buro Question and Answer | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা
West Bengal WBBSE Class 5 Bengali Golpo Buro Question and Answer | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা : Class 5 Bengali Golpo Buro Question and Answer Question and Answer | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – West Bengal WBBSE Class 5 Bengali Golpo Buro Question and Answer | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা উপরে আলোচনা করা হয়েছে।
Class 5 Bengali Golpo Buro Question and Answer | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
Class 5 Bengali Golpo Buro Question and Answer | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর : Class 5 Bengali Golpo Buro Question and Answer | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – Class 5 Bengali Golpo Buro Question and Answer | গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর গুলো উপরে আলোচনা করা হয়েছে।
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro Question and Answer
এই “গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু – পঞ্চম শ্রেণীর বাংলা | Class 5 Bengali Golpo Buro Question and Answer” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী সমস্ত শ্রেণীর প্রতিটি অধ্যায় অনুশীলন, বিভিন্ন চাকরির পরীক্ষার গাইডেন্স ও চারীর খবর বা শিক্ষামূলক খবর জানতে আমাদের এই Porasuna.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।