ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল
River Side Cities in India – Geography GK in Bengali
ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল | River Side Cities in India – Geography GK in Bengali : নমস্কার, বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল | River Side Cities in India – Geography GK in Bengali নিচে দেওয়া হলো। এই ভারতের নদী তীরবর্তী শহর তালিকা : ভূগোল – River Side Cities in India – Geography GK in Bengali থেকে Question and Answer, Notes গুলি বিভিন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
আপনার যারা ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল : River Side Cities in India – Geography GK in Bengali খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।
বিষয় | ভূগোল |
পাঠ | ভারতের নদী তীরবর্তী শহর তালিকা |
পিডিএফ ফাইল | নীচে দেওয়া হয়েছে |
ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল | River Side Cities in India – Geography GK in Bengali
শহরের নাম | যে নদীর তীরে অবস্থিত |
কলকাতা | হুগলী |
আগ্রা | যমুনা |
শ্রীনগর | ঝিলাম |
হায়দ্রাবাদ | মুসি |
কটক | মহানদী |
হরিদ্বার | গঙ্গা |
জামশেদপুর | সুবর্ণরেখা |
বারানসী | গঙ্গা |
অযোধ্যা | সরযু |
কানপুর | গঙ্গা |
লক্ষ্ণৌ | গোমতী |
দিল্লি | যমুনা |
আমেদাবাদ | সবরমতী |
জব্বলপুর | নর্মদা |
ফিরোজপুর | শতদ্রু |
বদ্রিনাথ | গঙ্গা |
কেদারনাথ | গঙ্গা |
তিরুচিরাপল্লি | কাবেরী |
বিজয়ওয়াদা | কৃষ্ণা |
পন্ধরপুর | ভিমা |
লুধিয়ানা | শতদ্রু |
পানাজী | মান্দোবি |
সুরাট | তাপ্তি |
চম্বল | কোটা |
পাটনা | গঙ্গা ও শোন-এর মিলনস্থল |
ভাগলপুর | গঙ্গা |
নাসিক | গোদাবরী |
উজ্জয়িনী | শিপ্রা |
গৌহাটি | ব্রহ্মপুত্র |
ডিব্রুগড় | ব্রহ্মপুত্র |
তেজপুর | ব্রহ্মপুত্র |
লে | সিন্ধু |
কুর্নুল | তুঙ্গভদ্রা |
সম্বলপুর | মহানদী |
শ্রীরঙ্গপত্তম | কাবেরী |
শিলিগুড়ি | মহানন্দা |
নাগপুর | করোডি |
অমরাবতী | কৃষ্ণা |
পূর্ণিয়া | কোশী |
মুর্শিদাবাদ | হুগলী |
হাজিপুর | গঙ্গা |
নেল্লোর | পেন্না |
নবসরি | পূর্ণ |
কোয়েমবাটুর | নয়াল |
চেন্নাই | কুওম,আদিয়ার |
মাদুরাই | ভাইগাই |
রৌড়কেল্লা | ব্রাহ্মণী |
মথুরা | যমুনা |
জম্মু | তবি |
বেঙ্গালোর | বৃষভাবতী |
গোরখপুর | রাপ্তী |
নিজামাবাদ | গোদাবরী |
পুনে | মুলা, মুথা |
River Side Cities in India – Geography GK Question and Answer in Bengali | ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল প্রশ্ন ও উত্তর
River Side Cities in India – Geography Question and Answer in Bengali | ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল প্রশ্ন ও উত্তর গুলো আলোচনা করা হলো।
১. লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত।
২. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত।
৩. পাটনা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পাটনা গঙ্গা ও শোন নদীর মিলনস্থলে অবস্থিত।
৪. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত।
৫. গৌহাটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গৌহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
৬. বারানসী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বারানসী গঙ্গা নদীর তীরে অবস্থিত।
৭. কটক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কটক মহানদীর তীরে অবস্থিত।
৮. বিজয়ওয়াদা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বিজয়ওয়াদা কৃষ্ণা নদীর তীরে অবস্থিত।
৯. পানাজী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পানাজী মান্দোবি নদীর তীরে অবস্থিত।
১০. তিরুচিরাপল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ তিরুচিরাপল্লি কাবেরী নদীর তীরে অবস্থিত।
১১. নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত।
১২. জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত।
১৩. ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
১৪. কানপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত।
১৫. চম্বল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ চম্বল কোটা নদীর তীরে অবস্থিত।
১৬. সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত।
১৭. শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থিত।
১৮. মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ মুর্শিদাবাদ হুগলী নদীর তীরে অবস্থিত।
১৯. অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ অমরাবতী কৃষ্ণা নদীর তীরে অবস্থিত।
২০. উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত।
২১. কেদারনাথ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কেদারনাথ গঙ্গা নদীর তীরে অবস্থিত।
২২. পন্ধরপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পন্ধরপুর ভিমা নদীর তীরে অবস্থিত।
২৩. নাগপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ নাগপুর করোডি নদীর তীরে অবস্থিত।
২৪. তেজপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ তেজপুর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
২৫. সুরাট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত।
২৬. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কলকাতা হুগলী নদীর তীরে অবস্থিত।
২৭. আগ্রা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত।
২৮. হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত।
২৯. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ অযোধ্যা সরযু নদীর তীরে অবস্থিত।
৩০. লক্ষ্ণৌ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ লক্ষ্ণৌ গোমতী নদীর তীরে অবস্থিত।
৩১. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত।
৩২. আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ আমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত।
৩৩. জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত।
৩৪. ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ফিরোজপুর শতদ্রু নদীর তীরে অবস্থিত।
৩৫. বদ্রিনাথ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বদ্রিনাথ গঙ্গা নদীর তীরে অবস্থিত।
৩৬. শ্রীরঙ্গপত্তম কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ শ্রীরঙ্গপত্তম কাবেরী নদীর তীরে অবস্থিত।
৩৭. লে কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ লে সিন্ধু নদীর তীরে অবস্থিত।
৩৮. কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কুর্নুল তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত।
৩৯. পূর্ণিয়া কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পূর্ণিয়া কোশী নদীর তীরে অবস্থিত।
৪০. ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ভাগলপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত।
River Side Cities in India – Geography PDF | ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল পিডিফ
River Side Cities in India – Geography PDF| ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল পিডিফ । River Side Cities in India – Geography PDF | ভারতের নদী তীlরবর্তী শহর তালিকা – ভূগোল পিডিফ ফাইল ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়া হলো।
ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল | River Side Cities in India – Geography GK in Bengali
এই “ভারতের নদী তীরবর্তী শহর তালিকা – ভূগোল | River Side Cities in India – Geography GK in Bengali” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী সমস্ত শ্রেণীর প্রতিটি অধ্যায় অনুশীলন, বিভিন্ন চাকরির পরীক্ষার গাইডেন্স ও চারীর খবর বা শিক্ষামূলক খবর জানতে আমাদের এই Porasuna.in ওয়েবসাইটি দেখুন এবং WhatsApp চ্যানেলে join হয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, ধন্যবাদ।