অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা
Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion
অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion : নমস্কার, বন্ধুরা আজকের আলোচ্য বিষয় অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion নিচে দেওয়া হলো। এই অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা – Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion থেকে MCQ, SAQ, Description Question and Answer, Suggestion, Notes গুলি আগামী মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
আপনার যারা অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা – West Bengal WBBSE Madhyamik Class 10 Bengali Asukhi Ekjon Suggestion খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন।
BOARD | WBBSE |
CLASS | Madhyamik |
SUBJECT | Madhyamik Bengali |
CHAPTER | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) |
অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion
MCQ : অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon [প্রশ্নমান – ১]
১. ধরে গেল আগুন ‘ – কোথায় ?
(ক) ঘন অরণ্যে ,
(খ) জনবসতিতে ,
(গ) ফসলের খেতে ,
(ঘ) সমস্ত সমতলে ।
উত্তরঃ (ঘ) সমস্ত সমতলে ;
২. যুদ্ধের আগুনে কী জ্বলে চূর্ণ হয়ে গেল ?
(ক) প্রাচীন পোড়ামাটির মূর্তি ,
(খ) প্রাচীন জলতরঙ্গ ,
(গ) নতুন প্রাসাদ ,
(ঘ) প্রাচীন মূর্তি ।
উত্তরঃ (খ) প্রাচীন জলতরঙ্গ ;
৩. পাঠ্য অসুখী একজন ‘ কবিতাটির অনুবাদক
(ক) শঙ্খ ঘোষ ,
(খ) নবারুণ ভট্টাচার্য ,
(গ) উৎপলকুমার বসু ,
(ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ।
উত্তরঃ (খ) নবারুণ ভট্টাচার্য ;
৪. “ যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল ” – কী ছড়িয়ে রইল ?
(ক) পায়ের দাগ ,
(খ) কাঠকয়লা ,
(গ) গোলাপি গাছ ,
(ঘ) প্রাচীন জলতরঙ্গ ।
উত্তরঃ (খ) কাঠকয়লা ;
৫. ‘ ডুবেছিল ধ্যানে ‘ – কতদিনের ধ্যান ?
(ক) এক যুগ ,
(খ) শতবর্ষ ,
(গ) হাজার বছর ,
(ঘ) যুগের পর যুগ ধরে ।
উত্তরঃ (গ) হাজার বছর ;
৬. সেই মেয়েটি আমার অপেক্ষায় , কারণ –
(ক) সে জানতই না , কখনও আর ফিরে যাব না তার কাছে ,
(খ) তার জীবনের সব অবলম্বন যুদ্ধে ধ্বংস হয়ে গেছে ,
(গ) সে দুঃখ পেতে ভালোবাসে ,
(ঘ) সে জানত যুদ্ধ শেষ হলেই কথক তার কাছে ফিরে যাবে ।
উত্তরঃ (ক) সে জানতই না , কখনও আর ফিরে যাব না তার কাছে ;
৭. ‘ নেমে এল তার মাথার উপর – কী নেমে এল ?
(ক) মেঘ ,
(খ) বছর ,
(গ) মাস ,
(ঘ) দিন ।
উত্তরঃ (খ) বছর ;
৮. ‘ অসুখী একজন ‘ কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল –
(ক) নীল ,
(খ) সবুজ ,
(গ) হলুদ ,
(ঘ) কালো ।
উত্তরঃ (ঘ) কালো ;
৯. পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছেন
(ক) ১৯৭০ সালে ,
(খ) ১৯৭১ সালে ,
(গ) ১৯৭২ সালে ,
(ঘ) ১৯৭৩ সালে ।
উত্তরঃ (খ) ১৯৭১ সালে ;
১০. ‘ অসুখী একজন ‘ কবিতাটি মূল কোন্ ভাষায় রচিত ?
(ক) ফরাসি ,
(খ) আরবি ,
(গ) স্প্যানিশ ,
(ঘ) ইংরেজি ।
উত্তরঃ (গ) স্প্যানিশ ;
১১. কবিতাটির ইংরেজি তরজমাটি হল –
(ক) The Unhappy ,
(খ) The Unhappy Person ,
(গ) The Unhappy One ,
(ঘ) Unhappy man .
উত্তরঃ (গ) The Unhappy One ;
১2. ‘ অসুখী একজন ‘ কবিতায় জানা যায় যে বাদ্যযন্ত্রের কথা
(ক) হারমোনিয়াম ,
(খ) বীণা ,
(গ) সেতার ,
(ঘ) জলতরঙ্গ ।
উত্তরঃ (ঘ) জলতরঙ্গ ;
১৩. ‘ পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে –
(ক) পূজার সামগ্রী ,
(খ) মন্দির চূড়া ,
(গ) শান্ত হলুদ দেবতারা
(ঘ) সবকটিই ।
উত্তরঃ (গ) শান্ত হলুদ দেবতারা ;
১৪. পাবলো নেরুদা ছিলেন
(ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ ,
(খ) জার্মান কবি ও চিত্রকর ,
(গ) রাশিয়ান লেখক ও ভাস্কর্য শিল্পী ,
(ঘ) ইউরোপিয়ান কবি ও ঔপন্যাসিক ।
উত্তরঃ (ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ ;
১৫. ‘ আমি ‘ চরিত্রটি কোথায় ঘুমিয়েছিল ?
(ক) ঝুলন্ত বিছানায় ,
(খ) গাছের ছায়ায় ,
(গ) নাটমন্দিরে ,
(ঘ) রাস্তায় ।
উত্তরঃ (ক) ঝুলন্ত বিছানায় ;
১৬. ‘ শান্ত হলুদ দেবতারা ‘ হাজার বছর ধরে
(ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন ,
(খ) জীবনের প্রতি উদাসীন ও নির্লিপ্ত ছিলেন ,
(গ) মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিচ্ছিলেন ,
(ঘ) অহিংস হতে মানুষকে উদ্বুদ্ধ করছিলেন ।
উত্তরঃ (ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন ;
১৭. ” বছরগুলো নেমে এল তার মাথার ওপর । ” — বছরগুলি তার মাথার ওপর নেমে এসেছিল –
(ক) বৃষ্টির মতো ,
(খ) রক্তের একটি কালো দাগের মতো ,
(গ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ,
(ঘ) পর পর পাথরের মতো ।
উত্তরঃ (ঘ) পরপর পাথরের মতো ;
১৮. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি হল –
(ক) গোলাপি ,
(খ) হলুদ ,
(গ) নীল ,
(ঘ) সবুজ ।
উত্তরঃ (ক) গোলাপি ;
১৯. পাবলো নেরুদার আসল নাম – অসুখী একজন পাবলো নেরুদা
(ক) নেফতালি রেয়েস বাসোয়ালতো ,
(খ) নেফতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো ,
(গ) নেফতালি রিকার্দো পাবলো রেয়েস নেরুদা ,
(ঘ) নেফতালি রিকার্দো পাবলো রেয়েস নেরুদা বাসোয়ালতো ।
উত্তরঃ (খ) নেফতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো ;
২০. ‘ অসুখী একজন ‘ কবিতাটি কবি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত , সেটি হল –
(ক) ‘ Intimacles : Poems of Love ‘ ,
(খ) ‘ Extravagaria ‘ ,
(গ) ‘ The Captain’s Verses ‘ ,
(ঘ) ‘ On the Blue shore of Silence : Poems of the Sea ‘
উত্তরঃ (খ) ‘ Extravagaria ‘ ;
SAQ : অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon [প্রশ্নমান – ১]
১. ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কী হয়েছিল ?
উত্তরঃ ‘ অসুখী একজন কবিতায় , যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতিবিজড়িত বাড়িটি ভেঙে , গুঁড়িয়ে , আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল ।
২. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কী ধ্বংসের উল্লেখ পাওয়া যায় ?
উত্তরঃ ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির বাড়িটি ছাড়াও সম্পূর্ণ শহরটি ধ্বংসের উল্লেখ পাওয়া যায় ।
৩. ‘ রক্তের একটা কালো দাগ । ‘ কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল ?
উত্তরঃ যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরে কাঠকয়লা , দোমড়ানো লোহা , মৃত পাথরের মূর্তির বীভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল ।
৪. হেঁটে গেল গির্জার এক নান ‘ , ‘ নান ‘ কাদের বলা হয় ?
উত্তরঃ গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের ‘ নান ‘ বলা হয় ।
৫. ‘ অসুখী একজন ‘ কবিতাটির অনুবাদক কে ?
উত্তরঃ ‘ অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য ।
৬. ‘ অসুখী একজন ‘ কবিতায় যুদ্ধের ছবিটি কীভাবে ফুটে উঠেছে ?
উত্তরঃ কবি পাবলো নেরুদা ‘ অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন ।
৭. যুদ্ধের ফলে শান্ত – হলুদ দেবতাদের কী পরিণতি হয়েছিল ?
উত্তরঃ নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতা অনুসারে যুদ্ধের ফলে শান্ত – হলুদ দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উলটে পড়েছিল , ফলে আর তাদের পক্ষে স্বপ্ন দেখা সম্ভব ছিল না ।
৮. কথকের অপেক্ষায় কে , কোথায় দাঁড়িয়েছিল ?
উত্তরঃ প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল ।
৯. ‘ অসুখী একজন ‘ কবিতায় কে ফিরে আসার কথা জানত না ?
উত্তরঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয়তমা সেই নারীটি জানত না যে , তার মনের মানুষ আর কখনও ফিরে আসবে না ।
১০. ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির পায়ের দাগ কীসে ধুয়ে গিয়েছিল ?
উত্তরঃ নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল । স্মৃতির মলিনতা অর্থে উপমাটি ব্যবহৃত হয়েছে ।
১১. ‘ নেমে এল তার মাথার ওপর । ‘ কার মাথার ওপর কী নেমে আসার কথা বলা হয়েছে ?
উত্তরঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এল ।
১২. ‘ শিশু আর বাড়িরা খুন হলো । ‘ ‘ শিশু আর বাড়িরা ‘ খুন হয়েছিল কেন ?
উত্তরঃ ‘ অসুখী একজন ‘ কবিতায় কবি যুদ্ধে , শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন । শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না , ধূলিসাৎ হয় মানুষের আশ্রয় ।
১৩. ‘ অসুখী একজন ‘ কবিতায় দেবতারা হাজার বছর ধরে কী করছিল বলে উল্লেখ পাওয়া যায় ?
উত্তরঃ ‘ অসুখী একজন ‘ কবিতায় শান্ত – হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে ছিল বলে কবি উল্লেখ করেছেন , যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয় রূপটিকেই ফুটিয়ে তুলেছে ।
১৪. ‘ তারা আর স্বপ্ন দেখতে পারল না । ‘ ‘ তারা ‘ বলতে কাদের কথা বলা হয়েছে ?
উত্তরঃ ‘ অসুখী একজন ‘ কবিতা থেকে গৃহীত ‘ তারা আর স্বপ্ন দেখতে পারল না ‘ পঙক্তিতে ‘ তারা ‘ বলতে শান্ত – হলুদ দেবতাদের কথা বলা হয়েছে ।
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon [প্রশ্নমান – ৩]
১. তারা তো স্বপ্ন দেখতে পারল না । তারা কারা ? কেন তারা স্বপ্ন দেখতে পারল না ?
উত্তরঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতা থেকে নেওয়া হ উদ্ধৃতাংশে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে । এখানে কবি বিনাশ ও ধ্বংসের কলরোলে দৈবীমহিমার অসারতার প্রতি কটাক্ষপাত করেছেন । মানবতার অপচয় – প্রাণহানি কিংবা চূড়ান্ত বীভৎসতার সময় কোনো দৈব – মাহাত্ম্য প্রতিরোধ গড়ে তুলতে পারে না । মানুষের মতোই একইরকমভাবে যুদ্ধ – তাণ্ডবের ভয়াবহতায় তারাও নিরাশ্রয় , অস্তিত্বহীন এবং চূর্ণবিচূর্ণ হয় । তাই এককথায় দৈব ক্ষমতার ফানুস চুরমার হয়ে যাওয়ায় তাদের যেন মানুষকে স্বপ্ন দেখানোর ক্ষমতা লোপ পায় । আলোচ্য অংশে কবির এই ভাবনাই প্রকাশ পেয়েছে ।
২. ‘ সে জানত না— কী জানত না ? না – জানা বিষয়টি বিশ্লেষণ করো ।
উত্তরঃ নেরুদার ‘ অসুখী একজন কবিতায় অপেক্ষাতুরা মেয়েটির এ কথা জানা ছিল না যে , কবি আর কখনও স্ববাসভূমিতে ফিরে আসবেন না । কবিতাটি শুরু হয় এক বিদায়দৃশ্যকে অবলম্বন করে । বাড়ির দরজায় প্রিয়তমাকে ফেলে রেখে কবি চলে যান বহুদূরের অজ্ঞাত কোনো স্থানে । এই যাত্রার কারণ কবিতায় উল্লিখিত হয় না । কিন্তু এটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে তিনি তাঁর ভালোবাসার নারী , প্রিয় ঘরবাড়ি এবং পছন্দের শহরটিকে ছেড়ে চলে যেতে বাধ্য হন । এই সমস্ত কিছুর সঙ্গে চিরবিচ্ছেদের এ ঘটনা কবিকে পীড়িত ও বিচলিত করে । অথচ মেয়েটি তা বুঝতে পারে না । মেয়েটির জীবনে প্রিয়তমের জন্য অন্তহীন অপেক্ষার পালা এভাবেই নীরবে নেমে আসে ।
৩. ‘ সেই মেয়েটির মৃত্যু হল না । কোন মেয়েটির কেন মৃত্যু হল না ?
উত্তরঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন কবিতার কথকের জন্য অপেক্ষারতা যে মেয়েটির উল্লেখ পাওয়া যায় , তার কথা বলা হয়েছে । মেয়েটি জানত না যে তার প্রিয়তম আর ফিরে আসবে না । জীবন আপন ছন্দে চলল , ক্রমে সপ্তাহ – বছর অতিক্রান্ত হল । কবির পদচিহ্ন বৃষ্টিতে ধুয়ে গেল , তবু অপেক্ষা চলল । এরপর যুদ্ধের গ্রাসে নগর , দেবালয় চূর্ণবিচূর্ণ হল এবং মৃত্যু হল শিশুসহ অজস্র মানুষের । শুধু অপেক্ষমান মেয়েটির মৃত্যু হল না কারণ ভালোবাসা অমর চিরন্তন ও শাশ্বত ।
৪. ‘ সব চূর্ণ হয়ে গেল , জ্বলে গেল আগুনে । — কোন্ কোন্ জিনিসের কথা বলা হয়েছে ? এই পরিণতির কারণ কী ?
উত্তরঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতায় আগ্নেয়পাহাড়ের যুদ্ধের ভয়ংকর লেলিহান আগুনে চূর্ণ হয়েছিল কথকের বাড়ি , একদা যে বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় তিনি ঘুমোতেন । ধ্বংস হয়ে গেছে কবির গোলাপি ন্যায় রক্তক্ষয়ী কোন্ কোন্ জিনিস গাছ , চিমনি আর পুরোনো জলতরঙ্গ । সময় পেরিয়ে যখন যথার্থই মুক্তির আবাহন হয় , সমাজ পরিবর্তনের প্রয়োজন আসে ; তখন বিপ্লবের নামান্তর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে । প্রবল লড়াইয়ে যে – হত্যালীলা চলে , সেখানে রেহাই পায় না শিশুরাও । ধ্বংস হয় সাধের সুন্দর বাড়ি । যেখানে একদিন শহর ছিল , পরিণতির কারণ সেখানে ধ্বংসস্তূপের চিহ্ন হয়ে পড়ে থাকে শুধু কাঠকয়লা , দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা । কথকের প্রিয় স্মৃতিময় জিনিস চূর্ণ হয়ে গেল , জ্বলে গেল ভয়ংকর যুদ্ধের কারণে ।
৫. ‘ আমি তাকে ছেড়ে দিলাম— কবি কাকে ছেড়ে দিলেন ? তাকে তিনি কীভাবে রেখে এসেছিলেন ?
উত্তরঃ পাবলো নেরুদার ‘ অসুখী একজন ‘ কবিতা থেকে গৃহীত অংশে কথক তাঁর প্রিয় নারীকে অপেক্ষায় রেখে নিজ বাসভূমি ছেড়ে দূরে চলে গিয়েছিলেন । স্বদেশ ছেড়ে দূর থেকে দূরতর কোনো স্থানে চলে যাওয়ার সময় তিনি দরজায় তাঁর অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যান কোনো এক প্রিয়জনকে । যদিও সে জানত না যে কবি আর কখনও ফিরে আসবে না । এইভাবেই কবি এক চিরকালীন বিদায় মুহূর্তের ছবি এঁকেছেন ।
রচনাধর্মী প্রশ্নোত্তর : অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon [প্রশ্নমান – ৫]
১. ‘ শিশু আর বাড়িরা খুন হলো ।’— শিশু আর বাড়িরা কীভাবে খুন হল ? ‘ খুন ‘ শব্দটি ব্যবহারের সার্থকতা বিচার করো ।
উত্তরঃ আলোচ্য পঙক্তিটি পাবলো নেরুদার লেখা ‘ অসুখী একজন ‘ কবিতাটি থেকে গৃহীত । ভয়াবহ এক যুদ্ধে কথকের শহরের শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হল । কবিতায় ‘ বাড়িরা ‘ বলতে বাড়ির মানুষদের বোঝানো হয়েছে ।
কথক তাঁর প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর বছর কেটে গেল । একসময় শুরু হল ভয়ানক যুদ্ধ । যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল কথকের প্রিয় শহর । ভেঙে পড়ল মন্দির আর মন্দিরের ভেতরের দেবমূর্তি । এমনকি সেই যুদ্ধের হিংস্রতা থেকে রক্ষা পেল না নিরপরাধ শিশুরাও । শহরের বাড়িগুলোও ধ্বংস হল একে একে । এখানে কবি ‘ বাড়িরা ‘ শব্দটি প্রয়োগের মাধ্যমে ঘরবাড়ির মতো জড়পদার্থেও প্রাণের সঞ্চার করেছেন । শিশুদের মতো বাড়িও যে মানুষের পরম আদরের , মমতার সেটা বোঝাতেই কবি ‘ বাড়িরা’শব্দটি ব্যবহার করেছেন । যুদ্ধজনিত কারণে মৃত্যুকে সাধারণভাবে ‘ খুন ‘ বলা হয় না । কিন্তু এখানে কবি ইচ্ছাকৃত ভাবেই ‘ খুন ‘ শব্দটি ব্যবহার করেছেন । কিছু যুদ্ধবাজ মানুষ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে যুদ্ধ বাধায় । কিন্তু তার মাশুল গুনতে হয় দেশের অগণিত সাধারণ মানুষকে । সেই ভয়ানক ধ্বংসলীলায় মানুষ হারায় তার পরিবার , প্রিয়জন , এমনকি শেষ আশ্রয়টুকুও । যুদ্ধের এই ভয়ংকর পরিণতিকে ফুটিয়ে তুলতে কবি এই কবিতায় ‘ খুন ‘ শব্দটি যথাযথভাবে ব্যবহার করেছেন ।
২. ‘ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়’- ‘ অসুখী একজন ‘ কবিতার মেয়েটি কে ? মেয়েটির অপেক্ষায় প্রেক্ষাপট বর্ণনা করো ।
উত্তরঃ কবি পাবলো নেরুদার ‘ অসুখী একজন কবিতায় মানবমনের এক চিরন্তন সত্য প্রকাশ পেয়েছে । কবি যেন কোনো এক নারীকে তাঁরই অপেক্ষায় দাঁড় করিয়ে দূরে চলে যান । সেই অপেক্ষারতা যদিও জানত না যে , কবি আর কখনও ফিরবেন না ।
কবিতার আরম্ভের বিচ্ছেদদৃশ্যে লুকিয়ে থাকে দুজন নরনারীর চিরকালীন প্রত্যাশা ও অপেক্ষার বীজ । যদিও জীবন তার নিজের গতিতে চলতে থাকে । টুকরো টুকরো প্রাত্যহিকতায় সপ্তাহ আর বছর কেটে যায় । বৃষ্টিতে কবির পদচিহ্ন ধুয়ে , ঘাস জন্মালো রাস্তায় । কবির অস্তিত্ব অনেকের মন থেকেই একটু একুট করে মুছে যেতে থাকে । কিন্তু পাথরের মতো ভারী , গভীর ও দীর্ঘস্থায়ী যন্ত্রণায় সেই অপেক্ষারতা নারীর দিন কাটে । এরপর আসে যুদ্ধ । সমতলে আগুন ধরায় । ধ্বংস হয় মানুষের স্বপ্নের আশ্রয় । রক্ষা পায় না শিশুরাও । এতদিনকার রক্ষণশীলতার প্রতীক মন্দির আর মন্দিরের দেবমূর্তিগুলো ধূলিসাৎ হয় । কবির মিষ্টি বাড়িটিও ধ্বংস হয় । যুদ্ধের আগুনে ভস্মীভূত হয় সমস্ত শহর । যত্রতত্র ছড়িয়ে থাকে কাঠকয়লা , দোমড়ানো লোহা , মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা ও রক্তের শুকনো কালো দাগ । শুধু এই যুদ্ধের বীভৎসতা ছুঁতে পারে না কবির সেই প্রিয় অপেক্ষারতার ভালোবাসাকে । ধ্বংস ও বিনাশের হাজার লেলিহান শিখা তাকে কোনোমতেই ধ্বংস করতে পারে না । সময়ান্তরে প্রবহমান মানবহৃদয়ের যন্ত্রণা , আকুতি ও আর্তিই সেই মেয়েটির মধ্য দিয়ে ফুটে ওঠে , অনুভূতির অবিনাশী প্রকাশ হিসেবে।
৩. ‘ যেখানে ছিল শহর— ‘ যেখানে ‘ শব্দটি প্রয়োগ করার কারণ কী ? শহরটির কী হয়েছিল ?
উত্তরঃ উদ্ধৃতিটি পাবলো নেরুদার অসুখী একজন ‘ কবিতার অংশ । কথক বা কবির বাসভূমি যে শহরে , এক্ষেত্রে সেখানকার কথা বলা হয়েছে । এই শহরটি কবি বা কথকের কাছে স্মৃতি বিজড়িত , কারণ এখানেই তিনি তার প্রিয় নারীটিকে অপেক্ষমান রেখে বহুদূরে পাড়ি দিয়েছিলেন । কবির এই বাসভূমি , প্রিয় মুখের সান্নিধ্যে , প্রাকৃতিক সৌন্দর্যে , স্নিগ্ধতায় ও লাবণ্যে পরিপূর্ণ ছিল । তখনও যুদ্ধের আঘাত এই শহরকে স্পর্শ করতে পারেনি বোঝাতেই কবি যেখানে শব্দটি প্রয়োগ করেছেন ।
যুদ্ধের ভয়ংকর নিষ্ঠুরতায় কবির শহর ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়ায় । যুদ্ধের আঘাতে সমস্ত সমতল জুড়ে আগুন লাগল । দেবালয়ও তার হাত থেকে রক্ষা পেল না । মানুষের মধ্যেকার যে দেবত্বের মিথ ছিল তা ধ্বংস হয়ে গেল । সেইসঙ্গে নিশ্চিহ্ন হল কবির মধুর স্মৃতি বিজড়িত সেই স্বপ্নের বাড়িটিও । কবির বারান্দায় যেখানে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়েছিলেন , তার প্রিয় গোলাপি গাছ , ছড়ানো করতলের মতো পাতা চিমনি ও প্রিয় জলতরঙ্গ সবই ধ্বংস হল যুদ্ধের আগুনে । গোটা শহরটাই পুড়ে গেল । সেখানে ছড়িয়ে – ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা , দোমড়ানো লোহা , মৃত পাথরের বীভৎস মাথা ও রক্তের একটা কালো দাগ । কবির প্রিয় শহরের প্রতিচ্ছবি , যুদ্ধের বীভৎসতা— মানুষের লোভ , হিংসা এবং বর্বরতাকে স্পষ্ট করে তুলেছে , যা পাঠককে স্তম্ভিত করেছে ।
Madhyamik Suggestion | মাধ্যমিক সাজেশন
আরো পড়ুন:-
Madhyamik Bengali Suggestion Click here
আরো পড়ুন:-
Madhyamik English Suggestion Click here
আরো পড়ুন:-
Madhyamik Geography Suggestion Click here
আরো পড়ুন:-
Madhyamik History Suggestion Click here
আরো পড়ুন:-
Madhyamik Life Science Suggestion Click here
আরো পড়ুন:-
Madhyamik Mathematics Suggestion Click here
আরো পড়ুন:-
Madhyamik Physical Science Suggestion Click here
আরো পড়ুন:-
Madhyamik Suggestion Click here
West Bengal class 10th Bengali Board Exam details info
West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik Exam Bengali Suggestion download for Bengali subject. West Bengal Board of Secondary Education will organise this Examination all over West Bengal. Students who are currently studying in Class 10th, will sit for their first Board Exam Madhyamik. WBBSE Madhyamik Bengali question paper download.
Madhyamik Bengali Syllabus
West Bengal Madhyamik Bengali Syllabus with all the important chapters and marks distribution. Download the Madhyamik Bengali Syllabus and Question Paper. Questions on the Bengali exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.
Madhyamik Bengali Syllabus Download Click Here
Madhyamik Bengali Question Paper Marks Details
The total marks for This Madhyamik Bengali Examination will be 100, out of which 90 marks for the written exam and 10 marks for viva voce. The question pattern and Marks distribution of the Madhyamik Bengali question paper are given below.
Madhyamik Question Pattern Mark Details Click Here
অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion
অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion : অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Class 10 Bengali Asukhi Ekjon Suggestion – অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion উপরে আলোচনা করা হয়েছে।
West Bengal WBBSE Madhyamik Class 10 Bengali Asukhi Ekjon Suggestion | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা
West Bengal WBBSE Madhyamik Class 10 Bengali Asukhi Ekjon Suggestion | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা : Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion Question and Answer | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – West Bengal WBBSE Madhyamik Class 10 Bengali Asukhi Ekjon Suggestion | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা উপরে আলোচনা করা হয়েছে।
Madhyamik Bengali Asukhi Ekjon Question and Answer | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর
Madhyamik Bengali Question and Answer | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর : Madhyamik Bengali Question and Answer | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর – Madhyamik Bengali Question and Answer | অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর গুলো উপরে আলোচনা করা হয়েছে।
অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion
এই “অসুখী একজন কবিতা (পাবলো নেরুদা) মাধ্যমিক বাংলা | Madhyamik Bengali Asukhi Ekjon Suggestion” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস অনুযায়ী সমস্ত শ্রেণীর প্রতিটি অধ্যায় অনুশীলন, বিভিন্ন চাকরির পরীক্ষার গাইডেন্স ও চারীর খবর বা শিক্ষামূলক খবর জানতে আমাদের এই Porasuna.in ওয়েবসাইটি দেখুন, ধন্যবাদ।